সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা আদাহ শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন। রবিবার ভারতের করিমনগরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে এবং তারা আহত হন। এরপর আহত অবস্থায় সুদীপ্ত সেন ও আদাহ শর্মাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা দুজনেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে এই দুর্ঘটনায় বড় কোনো আঘাত পাননি পরিচালক ও নায়িকা। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আদাহ শর্মা লিখেছেন, ‘বন্ধুরা, আমি ভালো আছি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আমি অনেকের কাছ থেকে বার্তা পেয়েছি। আমাদের টিমের সবাই ভালো আছে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’
‘দ্য কেরালা স্টোরি’র ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমা নিয়ে শুরু হয় বিতর্ক। বিতর্কের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। তবুও বক্স অফিস থেকে ভালো আয় করছে সিনেমাটি। প্রায় ৪০ কোটি টাকা বাজেটের এই সিনেমা মাত্র ১০ দিনে আয় করেছে প্রায় ১৮০ কোটি টাকা।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited