ভিন্ন রকম পোশাক পরিধানের জন্য বরাবরই আলোচনায় থাকে উরফি জাভেদ। নিত্যনতুন স্টাইলে খোলামেলা পোশাকে সবাইকে চমকে দিতে নানান কৌশল অবলম্বন করেন তিনি। তবে এমন সব অদ্ভুত পোশাকের কারণে মাঝে মধ্যে ঝামেলাতেও পড়েন এই তারকা। এবার পোশাকের জন্য চা খেতে গিয়ে বিপত্তিতে পড়েন উরফি!
উরফির ৩৩ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সম্প্রতি এই তারকা নতুন একটি উদ্ভট পোশাক পড়ে বাইরে আসেন। আর সেই পোশাকের কারণে চা খেতে গিয়ে পড়েন মহাবিপদে। কিছুতেই গ্লাস থেকে চা পান করতে পারছিলেন না তিনি।
নিজের ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও পোস্ট করে উরফি লেখেন ‘যখন চা খাওয়া বেশি জরুরি হয়’। এই ভিডিও-তে দেখা যায়, তিনি একটি গাড়িতে বসে আছেন। তার মুখের সামনে ব্যারিকেড দেওয়া। এ এক অদ্ভুত পোশাক। আর এই পোশাকের জন্যই তার চা খেতে অসুবিধা হয়েছে বলে জানান তিনি। যদিও শেষ পর্যন্ত একটা উপায় খুঁজে নেন চা পান করার জন্য।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited