বিনোদন ডেস্ক: বিয়ের খবর প্রকাশের সাতদিন পর এবার জানা গেলো বাবা হচ্ছেন ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান। গেল শনিবার আড়াই বছর আগে গোপনে বিয়ে করেছিলেন বলে খবর প্রকাশ্যে আনেন তিনি।
এবার জানা গেল, রোশানের স্ত্রী তাহসিনা এশা অন্তঃসত্ত্বা। আর বাবা হতে চলেছেন নায়ক রোশান।রোশানের বাবা হওয়ার খবরটি তার ঘনিষ্ঠজনেরাও নিশ্চিত করেছেন। তারা জানান, রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি তারা সবার সামনে আনতে চেয়েছেন।
জানা গেছে, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। অবশ্য রোশান বাবা হওয়ার পরই কথাটা সবাইকে জানাতে চান। তিনি চান, সন্তান আগে নিরাপদে পৃথিবীতে আসুক, তারপর ভক্তদের জানাবেন।
২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রোশান। বিয়ের খবর প্রকাশ্যে আনার একদিন পরই কক্সবাজারে উড়াল দেন রোশান।
জানা গেছে, কক্সবাজারে নতুন সিনেমা ‘এক্সকিউজ মি’র শুটিংয়ের অংশ নিচ্ছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান খান। এতে রোশানের বিপরীতে অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited