বিয়ের পর থেকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন সামনে এসেছে। মাসখানেক অন্তর অন্তরই সোশ্যাল মিডিয়ায় ক্যাটের প্রেগন্যান্সির খবর ভেসে বেরিয়েছে। বিমানবন্দর কিংবা ঈদের পার্টিতে একটু ঢোলা পোশাকে ভিকি ঘরনিকে দেখলেই ফিসফিসানি শুরু হয়ে যায়, ক্যাটরিনা নির্ঘাত অন্তঃসত্ত্বা।
পরিস্থিতি অনেক সময় এমন পর্যায়ে পৌঁছেছে যে, ক্যাটরিনার মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন অভিনেত্রী প্রেগন্যান্ট নন। তবে ভবিষ্যতে সন্তান নেওয়ার পরিকল্পনা আছে তার। সেক্ষেত্রে হাতের কাজগুলো সেরে তারপরই মাতৃত্বের স্বাদ দিতে চান নায়িকা।

সূত্রের খবর, সন্তান নেওয়ার ভাবনাচিন্তা শুরু করেছেন ভিকি-ক্যাটরিনা। ঘনিষ্ঠমহলে সেই নিয়ে আলোচনাও করেছেন তারকা দম্পতি। ক্যাটরিনা আপাতত নিজের প্রফেশনাল কমিটমেন্ট পূরণ করতে চান। তারপর লম্বা ব্রেক নেবেন অভিনেত্রী। এই মুহূর্তে ক্যাটরিনার হাতে রয়েছে দুটি ছবি। বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ ছবির শুটিংয়ের বেশ খানিকটা অংশ বাকি।
অন্যদিকে ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবির শুটিং এখনো শুরুই হয়নি।
বন্ধুমহলে অভিনেত্রী বলেছেন, ‘ফারহান আখতার আর বিজয় সেতুপতির সঙ্গে আমি যে দুই ছবি করছি, তার কাজ শেষ হলেই সন্তানের পরিকল্পনা শুরু করব আমরা।’











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited