এবারের ঈদে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘আদম’ নামের একটি সিনেমা। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর কোনো সিনেমা মুক্তি পেল ঈদের সময়। সম্প্রতি এই সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।

নিজের অভিনীত কোনো সিনেমা প্রথমবারের মতো ঈদে মুক্তি পাওয়ার অনুভূতি জানিয়ে ঐশী বলেন, ‘অন্য রকম এক অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঈদে নিজের সিনেমা মুক্তি পেলে অবশ্যই ভালো লাগে। একজন শিল্পী অপেক্ষায় থাকেন এ ধরনের উৎসবে সিনেমা মুক্তির।’
নির্মাতার অভিযোগ ছিল, এই সিনেমার প্রচারণায় আপনি সক্রিয় ছিলেন না? এমন এক প্রশ্নের জবাবে ঐশী বলেন, ‘‘এ অভিযোগ আমি মানতে নারাজ। আমার ফেসবুক পেজে ঢুকলেই বিষয়টি পরিষ্কার হবে। তাহলে সিনেমার প্রমোশনে কাকে দেখা গেছে– এটি একটু জানতে চাই। ‘আদম’ সিনেমার ঘোষণার পর সবচেয়ে বেশি প্রচারণা আমি করেছি। এ জন্য নির্মাতা হিরণ ভাইও অ্যাপ্রিশিয়েট করতেন।’’
তিনি আরও বলেন, ‘এখনও সাংবাদিকরা যখন আমার কাছে জানতে চান, আমি কিন্তু সিনেমাটি নিয়ে কথা বলি। কারণ, এই সিনেমা নিয়ে আমার ভালো লাগা, প্রত্যাশা সবই বেশি। এ পর্যন্ত যে কয়টি সিনেমা করেছি, তার মধ্যে এটিতেই বেশি পরিশ্রমের সুযোগ পেয়েছি।’











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited