বিনোদন ডেস্ক: এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে তামিল, তেলেগু, মালয়ালম ভাষায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করছেন অমলা পল। তাঁকে দেখা গেছে ‘নীলাথামারা’, ‘মায়া’, ‘রান বেবি রান’, ‘মিলি’র মতো প্রশংসিত সিনেমায়। তবে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করে নানা সময়ে আলোচনায় থাকেন এ অভিনেত্রী। এবার তিনি আলোচনায় চুম্বনদৃশ্যে অভিনয় করে।
অমলা পল এখন আলোচনায় মুক্তির অপেক্ষায় থাকা মালয়ালম সিনেমা ‘আদুজিভিথাম’-এ পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করে। ট্রেলার মুক্তির পর এই চুম্বনের দৃশ্য দেখে সমালোচনা করতে শুরু করেছেন নেটিজেনরা।

এত দিন এই সমালোচনা নিয়ে নীরব ছিলেন অভিনেত্রী। এবার তিনি মুখ খুললেন।
একাধিক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অমলা জানালেন, গল্পের প্রয়োজনে তিনি নগ্ন হতেও প্রস্তুত। সেখানে চুম্বনদৃশ্য কোনো বিষয়ই না।
এই ধরনের বিতর্ক অমলা পলের জন্য নতুন কিছু নয়।
২০১৮ সালে ‘আদাই’ সিনেমায় সম্পূর্ণ নগ্ন হয়ে একটি দৃশ্যে অভিনয় করেন। অনেকে সমালোচনা করলেও তাঁর সহ–অভিনয়শিল্পীরা অমলার প্রশংসা করেন।
অমলা জানান, ‘আদুজিভিথাম’ সিনেমায় যে ঘনিষ্ঠ চুম্বনদৃশ্য থাকবে, তা তিনি আগেই জানতেন। এ প্রসঙ্গে অমলা বলেন, ‘পৃথ্বীরাজের সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করার কথা চুক্তিবদ্ধ হওয়ার আগেই পরিচালক আমাকে বলেছিলেন। সিনেমার গল্পের জন্য এই দৃশ্যের প্রয়োজন ছিল। তাই আমি রাজি হয়েছি। এ দৃশ্যে অভিনয় করতে আগে থেকেই প্রস্তুত ছিলাম। এ জন্য চুম্বনের দৃশ্যে অভিনয় করা আমার জন্য সহজ ছিল।’

‘আদাই’-এর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নগ্ন হয়ে অভিনয় করেছি, চুমু খাওয়া কোনো ব্যাপারই না।’
দক্ষিণের চার ভাষার সিনেমাতেই অভিনয় করেছেন অমলা পল। তাঁকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘ক্রিস্টোফার’-এ। বর্তমানে মালয়ালম ‘দ্বিজ’, তামিল ‘আধো আন্ধা পারভাই পোলা’ সিনেমায় অভিনয় করছেন তিনি।
অন্যদিকে ‘আদুজিভিথাম’–এর শুটিং শেষ। এখন চলছে পোস্ট–প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। ২০২২ সালের শেষের দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited