বিনোদন ডেস্ক::স্বামী নিক জোনাসকে নিয়ে বরাবরই উচ্ছ্বসিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যখনই সুযোগ পান তখনই নিকের প্রশংসায় ভেসে যান। ‘সিটাডেল’ ছবির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকেও ঘটল এমনটা।
সাংবাদিকের প্রশ্নে প্রিয়াঙ্কা সোজা জানালেন নিককে দেখে তার বাবার কথা মনে পড়ে!
পরের সপ্তাহে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড সিরিজ ‘সিটাডেল’। সেই ছবির প্রচার নিয়েই এখন ব্যস্ত এ অভিনেত্রী। সেই প্রচারের ফাঁকেই স্বামী নিক জোনাসকে নিয়ে প্রশংসা করলেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা বলেন, আমার মা যখন প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন, তখন তিনি বাবার চেয়ে অনেক বেশি রোজগার করতেন। বাবা কখনো তাতে বাধা দেননি। বরং বাবা বলতেন, ‘সব উপার্জন ঘরেই তো আসছে’। নিকের মধ্যেও আমি এই গুণটা দেখি। আমার সাফল্যে ও হীনমন্যতায় ভোগে না। বরং আমার সাফল্যে আমার চেয়েও ওর উৎসাহ কয়েকগুণ বেশি।
প্রিয়াঙ্কার কথায়, নিকের এই গুণটাই তাকে আরো বেশি স্বামীর কাছে নিয়ে যায়।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited