ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। প্রায়ই সময় বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তিনি। নিয়মিতই প্রকাশ করেন নিজের মতামত ও ব্যক্তিগত জীবনের নানান কিছু।
নানান কারণেই অভিনেত্রীর ছেলে রাজ্য তার মোবাইলের দিকে তাকিয়ে থাকে, তাই মোবাইল সঙ্গে রাখেন না বলে সম্প্রতি জানিয়েছেন পরী।
সোমবার (১০ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাজ্যকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে একটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। আমি আমার সঙ্গে বা বেড রুমে আমার মোবাইল রাখিনা এখন। কারণ, রাজ্য মোবাইল নোটিস করে নানা কারণেই। এটাতে ওর আগ্রহ বাড়ে, এমন সব খুব সচেতন ভাবেই এড়িয়ে যেতে হচ্ছে। কারও সঙ্গে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল রাজ্যের সামনে আনি না বললেই চলে।
তাই হয়তো সব সময় সব ফোন কল এটেন্ড করতে পারি না যখন তখন। আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। আশা করব বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন। থ্যাংক ইউ।
বর্তমানে রাজ্যকে নিয়েই বেশি সময় কাটে পরীর। ছেলের নানান মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। ছেলেকে সঠিকভাবে বড় করে তোলার জন্য এখন থেকেই খুবই সচেতনতা অবলম্বন করেন এই অভিনেত্রী। যেন তার সন্তান একজন ভালো মানুষ হয়ে ওঠে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited