ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা। কন্নড়, তেলেগু, তামিল থেকে বলিউড— সর্বত্রই এখন তার উপস্থিতি সমানভাবে আলোচিত। দর্শকপ্রিয়তা ও পর্দায় শক্ত অবস্থান গড়ে নেওয়ার পরও সম্প্রতি নতুন বিতর্কের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। গুঞ্জন উঠেছিল, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রযোজকরা নাকি তাকে নিষিদ্ধ করেছেন।
এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। কিন্তু নীরবতা ভাঙলেন স্বয়ং রাশমিকা। জানালেন নিজের অবস্থান, ভক্তদের দিলেন স্পষ্ট বার্তা।
‘সবকিছু সবাই জানে না’
গুড নিউজ কন্নড়-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন,
“দেখুন, ভেতরে কী ঘটছে, বাইরের দুনিয়া তা জানে না। ভেতরে কী হচ্ছে তা সৃষ্টিকর্তা জানেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ক্যামেরা রাখতে পারি না। আর আমরা এমন মানুষ নই যে, আমাদের ব্যক্তিগত মেসেজ অনলাইনে শেয়ার করব।”
অভিনেত্রীর কথায় স্পষ্ট, ব্যক্তিগত জীবনের গুঞ্জন নিয়ে তিনি কোনোভাবেই বিচলিত নন। বরং মনোযোগ দিতে চান পেশাগত কাজে।
‘পেশার জায়গায় সমালোচনা গ্রহণ করি’
নিজের কাজের প্রতি রাশমিকাকে বরাবরই দায়িত্বশীল দেখা গেছে। সাক্ষাৎকারে তিনি বলেন,
“মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে কী বলছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে কেউ যদি আমার পেশাগত দিক নিয়ে কথা বলে, আমি সেটা মাথায় রাখি। সমালোচনার মধ্যেও যদি কোনো যুক্তি থাকে, সেটা থেকে শেখার চেষ্টা করি।”
রাশমিকা মনে করেন, সোশ্যাল মিডিয়া যুগে কোনো খবর ছড়াতে বেশি সময় লাগে না। কিন্তু সব খবরের পেছনের সত্যটা সবাই জানে না। তাই তিনি গুজবে কান না দিয়ে নিজের কাজেই মনোযোগী থাকতে চান।
‘আমাকে কেউ নিষিদ্ধ করেনি’
গুঞ্জনের মূল প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করা হলে রাশমিকা বলেন,
“এখন পর্যন্ত আমাকে কেউ নিষিদ্ধ করেনি। আমি কন্নড় ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, এখনো সেখানকার অনেক মানুষের সঙ্গে যোগাযোগ আছে। তাই এসব খবর একেবারেই ভিত্তিহীন।”
অভিনেত্রীর এই বক্তব্যের পর ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কন্নড় সিনেমা থেকে ‘নিষিদ্ধ’ হওয়া সংক্রান্ত গুজব যে নিছক কল্পনা, তা পরিষ্কার হয়ে গেছে।
কন্নড় থেকে বলিউড— রাশমিকার উত্থান
রাশমিকা মান্দানার চলচ্চিত্রযাত্রা শুরু হয় ২০১৬ সালে কন্নড় ভাষার সুপারহিট ছবি ‘কিরিক পার্টি’ দিয়ে। সেই সিনেমার মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। এরপর ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা: দ্য রাইজ’— প্রতিটি ছবিতেই নিজের অভিনয়গুণে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়।
শুধু দক্ষিণী নয়, বলিউডেও দাপটের সঙ্গে কাজ করছেন তিনি। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে তার বলিউড অভিষেক ঘটে ‘মিশন মজনু’ চলচ্চিত্রে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘অ্যানিমাল’ ছবিতে, যেখানে রণবীর কাপুরের বিপরীতে তার উপস্থিতি নিয়ে আলোচনার ঝড় বয়ে গেছে।
ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায়
পেশাগত সাফল্যের পাশাপাশি রাশমিকার ব্যক্তিগত জীবনও বরাবরই আলোচনার কেন্দ্রে। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডার সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। প্রায় এক দশক ধরে এই গুঞ্জন চললেও দুজনেই তা প্রকাশ্যে অস্বীকার করে আসছিলেন।
তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দুজনের মধ্যে নাকি বাগদান সম্পন্ন হয়েছে। যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেননি বিজয় বা রাশমিকা কেউই।
‘সত্যিটা জানেন কেবল আমরাই’
এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণভাবে রাশমিকা বলেন,
“মানুষ যা দেখতে পায়, সেটাই ধরে নেয় সত্যি। কিন্তু বাস্তবের গল্প অনেক ভিন্ন। আমার জীবনের সিদ্ধান্ত, সম্পর্ক বা ব্যক্তিগত অনুভূতি নিয়ে আমি কখনো প্রকাশ্যে কিছু বলিনি, কারণ আমি মনে করি কিছু বিষয় ব্যক্তিগতই থাকা উচিত।”
ভক্তদের প্রতি বার্তা
শেষে অভিনেত্রী ভক্তদের উদ্দেশে বলেন,
“গুজব নয়, কাজ দেখুন। আমি সব সময় চেষ্টা করি এমন কিছু করতে যা আপনাদের আনন্দ দেয়। ভালোবাসা দিন, বাকিটা আমি সামলে নেব।”
রাশমিকা মান্দানার এই স্পষ্ট জবাবের পর কন্নড় ইন্ডাস্ট্রিতে তাকে নিষিদ্ধ করার গুজবের অবসান ঘটেছে। বরং নতুন প্রকল্পে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
