ঢালিউডের জনপ্রিয় মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরেই টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পেয়েছেন। সৌন্দর্য, গ্ল্যামার আর অভিনয়গুণে ছোটপর্দার অন্যতম সফল এই অভিনেত্রী এবার পা রাখতে যাচ্ছিলেন বড় পর্দায়—তা-ও আবার ওপার বাংলার সিনেমায়। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবে রূপ পাচ্ছে না। কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয় করার কথা থাকলেও নানা জটিলতায় সেটি আর করা হচ্ছে না তিশার।
ভিসা জটিলতায় থমকে গেল ‘ভালোবাসার মরশুম’
কয়েক মাস আগেই শিরোনামে এসেছিলেন তানজিন তিশা—কারণ, তিনি পা রাখতে যাচ্ছিলেন কলকাতার চলচ্চিত্রে। সিনেমাটির নাম ‘ভালোবাসার মরশুম’। তাঁর বিপরীতে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমন যোশি, যিনি একসময় ‘থ্রি ইডিয়টস’–এর মতো আলোচিত ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন।
ছবিটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা এম. এন. রাজ, যিনি এর আগে জিৎকে নিয়ে ‘রাবণ’ নির্মাণ করেছিলেন। এতে ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও অভিনয়ের কথা ছিল। কিন্তু কিছুদিন পর তিনিও সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানান, তিনি সিনেমাটিতে থাকছেন না।
গত মে মাসের শেষে কলকাতায় অনুষ্ঠিত হয় ছবিটির মহরত। উপস্থিত ছিলেন শরমন যোশি ও সিনেমার আরেক নায়িকা সুস্মিতা, কিন্তু অনুপস্থিত ছিলেন তানজিন তিশা। মহরতের পর শুটিং শুরু হলেও কোথাও দেখা যায়নি তাঁকে।
প্রযোজনা দলের এক সদস্য জানিয়েছেন, তিশা ভিসা জটিলতায় পড়েছিলেন। সেই কারণেই তিনি ভারত যেতে পারেননি এবং শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হয়নি। ওই সদস্যের ভাষায়, “তিশা পরবর্তীতে যুক্ত হবেন কি না, তা নিয়েও এখন কোনো নিশ্চয়তা নেই। ছবির টিম আসলে তাঁর অপেক্ষা ছেড়ে দিয়েছে।”
তিশা না থাকায় শেষ পর্যন্ত শরমন যোশির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায় ছিলেন।
চুপ ছিলেন তিশা, ভক্তদের দিলেন ইঙ্গিত
শুরুর পর থেকেই সিনেমাটি নিয়ে চুপ ছিলেন তানজিন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। তবে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন,
“আমাকে নিয়ে অনেক খবর হচ্ছে—আমি দেখছি। নিউজ তো অনেক হয়। কতটা সত্য, কতটা নয়, দর্শকরাই ভালো জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই সামনে আসব।”
তিশার এই মন্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়—নতুন সারপ্রাইজটি কী? এবার সেই প্রশ্নের উত্তর মিলেছে।
এবার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’
‘ভালোবাসার মরশুম’ অনিশ্চিত হয়ে গেলেও থেমে থাকেননি তানজিন তিশা। বরং আরও বড় এক চমক নিয়ে ফিরছেন তিনি—বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে নতুন সিনেমা ‘সোলজার’-এ অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
জানা গেছে, এটি তিশার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বড় পর্দায় তাঁর আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে এই সিনেমার মাধ্যমে। ছবিটির পরিচালক সাকিব ফাহাদ, যার এটিই প্রথম পরিচালনা। সিনেমার শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী সপ্তাহেই শুটিংয়ে যোগ দেবেন তানজিন তিশা।
নির্মাতা জানিয়েছেন, ‘সোলজার’ হবে একটি দেশপ্রেমনির্ভর অ্যাকশন-ড্রামা, যেখানে শাকিব খান থাকবেন একজন আধুনিক সৈনিকের ভূমিকায়। আর তাঁর বিপরীতে দেখা যাবে এক দৃঢ়চেতা নারী চরিত্রে তানজিন তিশাকে।
নতুন যাত্রার অপেক্ষায়
ঢালিউডে এই নতুন জুটি নিয়ে ইতোমধ্যেই আলোচনায় শুরু হয়েছে। দর্শক ও ভক্তরা সামাজিক মাধ্যমে তানজিন তিশাকে শুভেচ্ছা জানাচ্ছেন বড় পর্দায় নতুন যাত্রার জন্য।
অভিনয়জগতে প্রায় এক দশকের অভিজ্ঞতা থাকা তিশা ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ। মডেলিং, উপস্থাপনা, সংগীত ভিডিও—সব ক্ষেত্রেই তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। এখন বড় পর্দায় তাঁর অভিষেক নিয়েই চলছে উত্তেজনা।
চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সোলজার’। তাই বলা যায়, কলকাতার সিনেমা হাতছাড়া হলেও, ঢালিউডে তানজিন তিশার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আর সেই শুরুটিই হতে পারে সবচেয়ে বড় পর্দায়, সবচেয়ে বড় তারকার বিপরীতে।
