কলকাতার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সময় মুক্তি পেয়েছে তারকাবহুল বেশ কিছু ছবি। এর মধ্যে অণিক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতায়’-এ প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ওপার বাংলায় প্রথম ছবিতেই তিনি পাচ্ছেন দর্শক ও সমালোচকের প্রশংসা।
নওশাবা জানান, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে নিজেই ভয়েস টেক্সটে যোগাযোগ করেন। নওশাবার ভাষায়— “তিনি বলেছেন, অনেক দিন পর ন্যাকামিবর্জিত অভিনয় দেখেছেন। তাঁর মতো গুণী শিল্পীর কাছ থেকে পাওয়া এই অনুপ্রেরণা আমার কাছে যেকোনো পুরস্কারের চেয়েও বড়।”
ছবির প্রথম দিনের সাড়া নিয়ে নওশাবা বলেন, “আমি এতটা প্রত্যাশা করিনি। কিন্তু দর্শক ও পত্রপত্রিকার ইতিবাচক প্রতিক্রিয়া দেখে বিশ্বাস হচ্ছে যে চরিত্রটি ফুটিয়ে তুলতে পেরেছি।”
ঢাকার মেয়ে হয়েও ‘যত কাণ্ড কলকাতায়’-তে চরিত্রটির নামও মিলে যায় তার বাস্তব নামের সঙ্গে—‘সাবা’। নওশাবার মতে, নির্মাতা তাকে চরিত্র হয়ে উঠতে স্বাধীনতা দিয়েছেন, এমনকি স্ক্রিপ্ট ডেভেলপমেন্টেও যুক্ত করেছেন। তিনি জানান, আবীর চ্যাটার্জির বিপরীতে কাজ করাটা তার জন্য বিরাট অভিজ্ঞতা। “আবীর দা শুধু অসাধারণ অভিনেতাই নন, একজন ভদ্রলোকও। তিনি আমাকে খুব সহজ করে নিয়েছিলেন, তাই জড়তা কেটে গিয়েছিল।”
তবে ভিসাজনিত জটিলতায় কলকাতায় গিয়ে প্রিমিয়ারে অংশ নিতে না পারায় আক্ষেপ করেছেন নওশাবা। তার ভাষায়— “খুব খারাপ লাগছে। গুণীজনদের সঙ্গে বসে ছবি দেখা ও প্রতিক্রিয়া শোনার সুযোগটা মিস হয়ে গেলো।”
ওপার বাংলায় অভিনয়ের অভিষেককে বড় প্রাপ্তি মনে করছেন নওশাবা। তিনি আশা প্রকাশ করেছেন, এই ছবির পর সেখানে আরও কাজের সুযোগ তৈরি হবে। ভবিষ্যৎ স্বপ্ন প্রসঙ্গে বলেন— “একদিন স্পেনে কিংবা হলিউডেও কাজ করতে চাই। স্বপ্ন দেখতে তো দোষ নেই!”
