ঢাকাই চলচ্চিত্র ও টেলিভিশনের আলোচিত অভিনেত্রী ও একাডেমিক রাফিয়াত রশিদ মিথিলা আজ (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের ৯ম পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন।
ড. মিথিলা সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং এই বিশেষ পর্বে নিজের একাডেমিক সাফল্য, সামাজিক মাধ্যমে বুলিং মোকাবিলা এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর এবং পরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে সিজিপিএ ফোরের মধ্যে ফোর পেয়ে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ অর্জন করেন। ১৭ বছর ধরে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালে সফলতার সঙ্গে কর্মরত রয়েছেন।
পডকাস্টে ড. মিথিলা তার ব্যক্তিগত জীবন ও সংসারের স্ট্যাটাস নিয়েও স্পষ্ট করে বলেছেন। তিনি প্রকাশ করেছেন, কিভাবে তিনি অভিনেতা তাহসান খানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমঝোতা ও সম্মান বজায় রেখেছেন। এছাড়া ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে তার সম্পর্ক ও অভিজ্ঞতা নিয়েও খোলাখুলি আলোচনা করেছেন।
পডকাস্টটি রুম্মান রশীদ খানের সঞ্চালনায়, এবং প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited