ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শাহরুখ খান ও রানি মুখার্জি হাতে নেন তাঁদের পুরস্কার। তবে ভক্তদের নজর কেড়েছে অনস্ক্রিন জুটির বন্ধুত্ব ও আন্তরিকতা।
এক ভিডিওতে দেখা যায়, শাহরুখ যখন মেডেল ঠিক করতে ব্যস্ত, তখন রানি এগিয়ে এসে সাহায্য করেন। আরেকটি ভিডিওতে রানির শাড়ির আঁচল আটকে গেলে তা নিজ হাতে ঠিক করেন শাহরুখ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দুজনকে একে অপরের প্রতি যত্নশীল এবং স্নেহময় আচরণে দেখা গেছে।
নেটিজেনরা মন্তব্য করেছেন, “ভদ্রলোক নামের প্রকৃত সংজ্ঞা যদি কারও মধ্যে পাওয়া যায়, তবে তিনি শাহরুখ খান।” অন্য একজন লিখেছেন, “শাহরুখ তার চারপাশের নারীদের যেভাবে সম্মান করেন, সেটাই আসল পুরুষের পরিচয়।”
শাহরুখ ‘জাওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা পুরস্কার পান, আর রানি পান ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ সিনেমার জন্য। শাহরুখের স্ত্রী গৌরী খানও সামাজিক মাধ্যমে এই মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
