অবশেষে ভক্তদের দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের জীবনের নতুন অধ্যায়ের সুখবর শেয়ার করলেন। প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন তারা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টে খবরটি জানান ভিকি-ক্যাট জুটি। পোস্ট করা ছবিতে ক্যাটরিনাকে দেখা যায় স্পষ্ট বেবি বাম্পসহ, আর ভিকি স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন স্ত্রীর দিকে। ক্যাপশনে তারা লিখেছেন— “আনন্দ ও কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি।”
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্তান জন্মের পর ক্যাটরিনা দীর্ঘ মাতৃত্বকালীন ছুটিতে যাবেন। তিনি সন্তানকে নিজে লালনপালন করতে চান এবং মিডিয়ার আলোচনার বাইরে থাকতে চান।
২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বাওয়ারায় ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেন এই তারকা জুটি। বিয়ের পর থেকেই তাদের রোমান্টিক মুহূর্তগুলো বারবার ভাইরাল হয়েছে।
ক্যারিয়ার প্রসঙ্গে, ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে ‘ছাভা’ ছবিতে। অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে সর্বশেষ পর্দায় দেখা গেছে বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়।
সুখবরটি ছড়িয়ে পড়তেই ভক্তরা শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার কমেন্টবক্স।
