শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনয়জীবন শুরু মাত্র ১০ বছর বয়সে। কয়েক বছরের মধ্যেই তিনি টালিউডের জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন। কিন্তু ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে, মাত্র ১৬ বছর বয়সে বিয়ে ও মাতৃত্ব তাঁর জীবনে আলোচনার জন্ম দেয়। আজও এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি খোলামেলা উত্তর দেন।
আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন,
“তখন আমি দশম শ্রেণিতে পড়ি। ‘চ্যাম্পিয়ন’ মুক্তি পেয়েছিল। তার পরের বছর, মানে ক্লাস ইলেভেনে আমার ছেলে হয়। অনেকে এটা শুনে আমাকে বলে ‘এঁচোড়ে পাকা’। আসলে এটা নিয়ে তখন অনেক সমালোচনা হয়েছে। তবে এখন আর গায়ে মাখি না।”
অভিনেত্রীর মতে, কম বয়সে মা হওয়ার কিছু সুবিধাও ছিল। তিনি বলেন,
“ঝিনুক হওয়ার পাঁচ বছর পর আবার আমি কাজে ফিরি। তখন আমার বয়স মাত্র ২১। ক্যারিয়ার গড়ার জন্য তখনও হাতে প্রচুর সময় ছিল। তবে এটাও সত্যি, ১৬ বছর বয়সে মা হওয়া খুবই কম বয়স। সেটা বাড়াবাড়ি ছিল।”
অল্প বয়সে মা হওয়া সত্ত্বেও ক্যারিয়ার থেমে যায়নি শ্রাবন্তীর। টালিউডে তিনি নিজের অবস্থান শক্তভাবে ধরে রেখেছেন। একের পর এক সফল সিনেমা দিয়ে এখনো সমানতালে কাজ করে যাচ্ছেন।
দীর্ঘ এক দশক পর এই দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘দেবী চৌধুরাণী’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে শ্রাবন্তী জুটি হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।
চলচ্চিত্রটি নিয়ে শ্রাবন্তী বলেন,
“কমবেশি সবার মধ্যেই ‘দেবী চৌধুরাণী’র গুণ আছে। পরিস্থিতিতে পড়লে যে কেউ এই রূপ নিতে পারে। জন্মানোর পরেই কি আমরা লড়াই শিখে যাই? না, পরিস্থিতিই আমাদের লড়াই শেখায়।”
