দক্ষিণ এশিয়ার জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। ঢাকায় অবস্থানকালে তিনি সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন।
হানিয়া দীর্ঘদিন ধরেই পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা চালু হওয়ায় তার সফর আয়োজন করা হয়েছে।
টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার এক পরিচিত মুখ তিনি। ‘মেরে হামসাফার’, ‘দিলরুবা’, ‘আনা’সহ জনপ্রিয় নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। বলিউডে অভিষেক ঘটে ‘সর্দারজি ৩’ সিনেমার মাধ্যমে, যা পাকিস্তানেও সফল হয়েছে।
ঢাকায় হানিয়ার উপস্থিতি ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে। ইভেন্টের বিস্তারিত তথ্য পাওয়া যাবে সানসিল্ক বাংলাদেশ-এর অফিসিয়াল পেজে।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited