বিজয় বর্মার সঙ্গে সম্পর্কের সময়টাতে তাঁকে চোখে হারাতেন তামান্না ভাটিয়া। বিভিন্ন অনুষ্ঠানে হাত ধরে, আঙুলে আঙুল জড়িয়ে হাজির হতেন দু’জন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।
শোনা যায়, তামান্না সংসার ও বিয়ের সিদ্ধান্তে আগ্রহী হলেও বিজয় সে পথে হাঁটতে চাননি। শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটতে হয় তাঁদের। তবে বিষয়টি নিয়ে দু’জনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি। নীরবেই আলাদা হয়ে গেছেন তাঁরা।
বিচ্ছেদের পর বিজয়ের নতুন সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, সেই সময়টা নাকি বেশ কঠিন কেটেছে তামান্নার জন্য। তবে অভিনেত্রী ভালোবাসার ওপর আস্থা হারাননি। বরং নতুন করে শুরু করতে চান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, “আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এমন একজনকে খুঁজছি, যাঁর মনে হবে— গত জন্মে কত পুণ্য করেছি বলে তাঁকে পেয়েছি। জানি না সেই সুখী মানুষটি কে হবেন, তবে আমি নিজেকে আরও ভালো করে গড়ে তুলছি।”
তামান্নার এই বক্তব্যে অনেকেই মনে করছেন, তিনি পরোক্ষভাবে বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার বিষয়টি স্বীকার করলেন। একই সঙ্গে জানালেন, জীবনে নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতির কথাও।
নেটিজেনদের মতে, সময়ই বলে দেবে, কাকে বেছে নেন এই জনপ্রিয় অভিনেত্রী।
