ভারতের হিন্দি সিনেমা ও টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী কারিশমা শর্মা চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
গত বুধবার শুটিংয়ের উদ্দেশ্যে চার্চগেট যাচ্ছিলেন তিনি। এ সময় মুম্বাইয়ের স্থানীয় লোকাল ট্রেনে ওঠার পরই সেটি দ্রুত গতি পায়। তখন কারিশমা বুঝতে পারেন, তাঁর সঙ্গে থাকা বন্ধুরা উঠতে পারেননি। আতঙ্কে ট্রেন থেকে লাফ দিলে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। এতে তাঁর মাথা ও পিঠে গুরুতর আঘাত লাগে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, “আমার মাথায় ফুলে গেছে, পিঠ ও শরীরজুড়ে আঘাত লেগেছে। চিকিৎসকেরা এমআরআই করাতে বলেছেন এবং আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক বড়।”
কারিশমার ঘনিষ্ঠ বন্ধু তিয়াশা পলও দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেন থেকে পড়ে যাওয়ার পর কিছুই মনে করতে পারছিলেন না কারিশমা। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাঁকে।
চলচ্চিত্র ও টেলিভিশন—দুই মাধ্যমে সমান জনপ্রিয় কারিশমা শর্মা। বড় পর্দায় তাঁকে দেখা গেছে ‘পেয়ার কা পঞ্চনামা ২’, ‘উজড়া চমন’, ‘এক ভিলেন রিটার্নস’, ‘হোটেল মিলান’, *‘ফাস্টে ফসাতে’*সহ বেশ কিছু ছবিতে। ওটিটি প্ল্যাটফর্মে তিনি অভিনয় করেছেন ‘রাগিনী এমএমএস: রিটার্নস’, *‘ফিক্সার’*সহ একাধিক ওয়েব সিরিজে। এছাড়া টেলিভিশনে জনপ্রিয়তা পেয়েছেন ‘পবিত্র রিশতা’, ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ ও ‘সিলসিলা পেয়ার কা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে।
দুর্ঘটনার খবর প্রকাশের পর থেকেই ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
