সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার রাত থেকে ছড়িয়ে পড়ে দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়ালের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গুজব। তবে মঙ্গলবার নিজেই বিষয়টি স্পষ্ট করে জানালেন, খবরটি সম্পূর্ণ ভুয়া।
ইনস্টাগ্রাম স্টোরিতে কাজল লিখেছেন, “আমার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে—এমন গুজব ছড়ানো হচ্ছে। সত্যি বলতে এটি হাস্যকর এবং পুরোপুরি মিথ্যা। সৃষ্টিকর্তার কৃপায় আমি সুস্থ ও নিরাপদে আছি। মিথ্যা সংবাদে কান দেবেন না, বরং ইতিবাচক ও সত্যের ওপর মনোযোগ দিন।”
সম্প্রতি কাজলকে দেখা গেছে বিষ্ণু মাঞ্চুর ছবি ‘কান্নাপ্পা’-তে। এছাড়া সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত হিন্দি ছবি ‘সিকান্দার’-এও তিনি ছিলেন। আগামী দিনে তাকে দেখা যাবে কমল হাসানের ‘ইন্ডিয়ান ৩’-এ এবং নীতেশ তিওয়ারির দুই পর্বের মহাকাব্যিক প্রজেক্ট ‘রামায়ণ’-এ, যেখানে তিনি রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে রাবণের ভূমিকায় থাকছেন যশ, আর গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন রণবীর কাপুর ও সাই পল্লবী।
ব্যক্তিজীবনে কাজল ২০২০ সালে ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেন। তাঁদের তিন বছরের এক পুত্রসন্তান রয়েছে—নীল। সম্প্রতি পরিবারের সঙ্গে তিনি মালদ্বীপে ছুটি কাটিয়ে এসেছেন।
