অভিনেত্রী নুসরাত জাহান আবারও নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন। সম্প্রতি ছেলের সঙ্গে এক ভিডিও শেয়ার করার পর তার সাজ-সজ্জা নিয়ে নানা মন্তব্য করেন অনেকেই।
ভিডিওতে দেখা যায়, সদ্য ঘুম থেকে ওঠা নুসরাত ক্যাজুয়াল লুকে হাজির হয়েছেন— চোখে মোটা ফ্রেমের চশমা, এলোমেলো চুল আর সাদা টি-শার্টে। পাশে ছোট্ট ছেলে ঈশান খেলায় মেতেছে মায়ের সঙ্গে। খেলনার গাড়ি চালিয়ে দুষ্টুমি করতে থাকে সে, যা দেখে মজা পান নুসরাতও।
তবে এই স্বাভাবিক মুহূর্তই ট্রোলের খোরাক হয়েছে নেটদুনিয়ায়। কেউ লিখেছেন, “এটাই করণ জোহারের ফিমেল ভার্সন”, কেউ আবার কটাক্ষ করেছেন নুসরাতের মুখের সার্জারি নিয়ে। একাধিক মন্তব্যে তাকে ‘রাজকুমারি কোকো ভার্সন’ বলেও ব্যঙ্গ করা হয়েছে।
প্রসঙ্গত, ঠোঁটের সার্জারির পর থেকেই সমালোচনার মুখে পড়ছেন নুসরাত। অনেক নেটিজেন তার আগের চেহারার সঙ্গে বর্তমান লুকের তুলনা করে নেতিবাচক মন্তব্য করছেন।
তবে সমালোচনায় থেমে নেই এই অভিনেত্রী। খুব শিগগিরই বড় পর্দায় তাকে দেখা যাবে ‘রক্তবীজ ২’-এর একটি আইটেম ডান্সে। এরই মধ্যে তার গাওয়া গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস কর যাবে না’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
