আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম বর্তমানে শোবিজে তেমন সক্রিয় না থাকলেও সামাজিক মাধ্যমে নিয়মিত মতামত প্রকাশ করেন। শনিবার রাতে নিজের ফেসবুক হ্যান্ডেলে তিনি নারীদের বিয়ে ও মাতৃত্ব-পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে একটি প্রশ্ন তুলেছেন।
নায়লা নাঈম লিখেছেন, “মেয়েরা সংসার করতে গিয়ে এবং সন্তান জন্ম দিয়ে তাকে বড় করতে গিয়ে তাদের শারীরিক সৌন্দর্য হারায়। একেই বলে নারীত্ব ও মাতৃত্ব, যা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। অবশ্যই সেসব নারীদের আমি সম্মান করি।”
তবে তিনি প্রশ্ন রাখেন, “পুরুষেরা সবসময় সুঠাম গড়নের সুন্দরী নারীর পেছনেই ছুটে বেড়ায়। তাহলে দোষ কার? সেই নারীর, যে সংসার ও সন্তান লালন-পালনের কারণে সৌন্দর্য হারায়, নাকি সেই পুরুষের, যার নজর সব সময় অন্যত্র থাকে?”
উল্লেখ্য, নায়লা নাঈম প্রথম আলোচনায় আসেন ২০১৩ সালের শেষভাগে। সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে আসার পর শোবিজে তার কাজের ক্ষেত্র বিস্তৃত হয়। বিজ্ঞাপন, নাটক ও মিউজিক ভিডিওতে সমানতালে কাজ করেন তিনি। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে তার শোবিজ যাত্রা শুরু হয়। পরে দীর্ঘ সময় পোশাক ও বাণিজ্যিক বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি চিকিৎসা পেশায় ব্যস্ত।
