টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির অভিনয়জগতে এক যুগ পার করেছেন। দীর্ঘ সময় কাজ করলেও এখনো অনেক বিষয়ে অভ্যস্ত হতে পারেননি তিনি। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর ষষ্ঠ পর্বে অতিথি হয়ে খোলামেলা আলাপচারিতায় জানালেন এমন নানা অজানা কথা।
সাফা কবির বলেন, “এখনো কোনো অ্যাওয়ার্ড শো’তে যাওয়ার আগে জ্বর আসে। বড় আয়োজন, তারকাদের ভিড়, অজস্র ক্যামেরার ঝলকানি—সব মিলিয়ে ভেতরে চাপা উত্তেজনা কাজ করে।”
অভিনয় ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, “এখন আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস হয়েছি। কিন্তু মনের মতো স্ক্রিপ্ট বা কনটেন্ট পাওয়া সহজ নয়। সুযোগ পেলে বড় পর্দায় কাজ করতে চাই। তবে সেটা হতে হবে পছন্দের গল্প ও চরিত্র।”
অডিশন প্রসঙ্গে সাফা কবির বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে অডিশনের প্রচলন নেই। অথচ দেশের বাইরে বড় তারকারাও নিয়মিত অডিশন দেন। আমি মনে করি, এটা খুবই প্রয়োজনীয়। ভালো চরিত্র পাওয়ার জন্য প্রয়োজনে ১০০ বার অডিশন দিতেও রাজি আছি।”
রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর ষষ্ঠ পর্ব প্রচার হবে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited