অভিনয় নিয়ে কখনো স্বপ্নও দেখা যায়নি, কিন্তু এখন সেই ক্ষেত্রেই নিজের অবস্থান পাকা করেছেন অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল। নির্মাতাদের আস্থার নাম, টোল পরা গালে হাসি ছড়ানো এই তারকা এখন ব্যস্ত অভিনয়ে, পাশাপাশি সময় দিচ্ছেন নিজের স্বপ্নের ব্যবসায়ও।
সম্প্রতি কেয়া নেপালে একটি নাটকের শুটিং শেষ করেছেন। সহশিল্পী ছিলেন জিয়াউল হক পলাশ, এবং নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। শুটিংয়ের ফাঁকে তিনি নেপালের সৌন্দর্যও কিছুটা উপভোগ করেছেন। এছাড়া সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্রেও তিনি ভ্রমণ করেছেন। কেয়া বলেন, “প্রতিবারই নিজেকে নতুনরূপে আবিষ্কার করেছি। অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হয়েছে। তবে বিদেশে গেলে মাঝে মাঝে দম বন্ধ লাগে, দেশে ফিরলে শান্তি পাই।”
অভিনেত্রী ফরিদপুরকে তার প্রিয় জায়গা হিসেবে উল্লেখ করেন, পাশাপাশি কক্সবাজার, সিলেট, বান্দরবান ও রাজশাহীও তার ভালো লাগার জায়গা। অভিনয়ের পাশাপাশি গত এক বছর ধরে তিনি পার্লার ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন।
নাটকেও ব্যস্ত কেয়া। ‘অনেক দিন পরে’ নাটকটি ১৫ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। সম্প্রতি তৌসিফ মাহবুবের সঙ্গে করা ‘তুমি আমার বউ’ নাটক এবং ইমরান মাহমুদুলের সঙ্গে ‘পারব না তোমাকে ছাড়তে’ ভিডিওতেও তিনি ভক্ত-দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।
ফেসবুক লাইভ ও আপডেটের মাধ্যমে তিনি নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। কেয়া বলেন, “দিন শেষে তাদের সঙ্গেই আমাদের সম্পর্ক।”
অভিনয় জীবনের সাত বছর পার করেছেন তিনি। কেয়া বলেন, “দর্শকের পছন্দ-অপছন্দ মাথায় রেখেই অভিনয় করছি। কাজ চ্যালেঞ্জিং হলেও পিছিয়ে আসিনি। অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভাঙতে পারলেই প্রকৃত শিল্পী হয়ে ওঠা যায়।”
চলতি বছর শুরুর দিকে সাউথইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনের মাধ্যমে শিক্ষাজীবনের পাঠ শেষ করেছেন কেয়া। লেখাপড়ার চাপ না থাকায় বছরের বাকি সময় দর্শককে ভালো কিছু কাজ উপহার দিতে চান তিনি। অভিনয়, ব্যবসা, পরিবার আর নিজের ভালো লাগাকে ভারসাম্য রেখে আত্মবিশ্বাসীভাবে এগিয়ে চলছেন কেয়া পায়েল।
