বাংলাদেশের সিনেমা হলে দর্শকদের খরা ধীরে ধীরে কেটে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি বলেন, “ভালো গল্পের সিনেমা নির্মাণ হচ্ছে বলেই দর্শক এখন হলে এসে সিনেমা দেখছে।” নিজের অভিনীত নতুন সিনেমা ‘নন্দিনী’-এর মুক্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাবু বলেন, “‘নন্দিনী’ সিনেমায় যারা অভিনয় করেছেন, প্রত্যেকেই তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে। বাকিটা এখন দর্শকের হাতে।”
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নন্দিনী’। পরিতোষ বাড়ৈর উপন্যাস ‘নরক নন্দিনী’ অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প উঠে এসেছে এই সিনেমায়।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিরা মৌ। নিজের প্রথম সিনেমা নিয়ে তিনি বলেন, “গল্পটা শুনেই আমি রাজি হয়েছিলাম। এই সিনেমাটি আমার কাছে স্বপ্নের মতো, আর সেই স্বপ্ন এবার সত্যি হচ্ছে। আশা করি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।”
পরিচালক সোয়াইবুর রহমান জানান, তারা এখন থেকেই সিনেমার প্রচারণায় মনোযোগী হয়েছেন। ট্রেলার ও গানসহ সব ধরনের প্রচারণার জন্য তারা প্রস্তুত। তিনি বলেন, “আমরা দারুণ গল্পের একটি সিনেমা বানিয়েছি এবং চাই দর্শক হলে এসে ছবিটি দেখুক।”
‘নন্দিনী’ সিনেমায় মোট পাঁচটি গান থাকছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, নাজমুন মুনিরা ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, কাজী শুভ এবং স্বরলিপি দোলা। গানের কথা লিখেছেন জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈ।
এ সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত, সাঈদ বাবু, ইলোরা গহর, জয়শ্রী কর জয়াসহ আরও অনেকে।
