বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় সম্প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ প্রথম দিন থেকেই সকলের নজর কেড়েছেন উদ্যোক্তা তনয়া মিত্তল। বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত তনয়া এবারও দর্শকদের চমকে দিয়েছেন তার অদ্ভুত ঘোষণায়।
তনয়া সংবাদ মাধ্যমকে বলেন, “আমি আমার বিলাসবহুল জীবন ছেড়ে আসিনি। আমার গহনা, অন্যান্য জিনিস এবং ৮০০-র বেশি শাড়ি নিয়ে এসেছি। প্রতিদিনের জন্য আমি তিনটি করে শাড়ি বেছে রেখেছি, যা দিনের বিভিন্ন সময়ে পরব।”
প্রথম দিনেই তনয়া তার নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের প্রশংসাও করেন। তিনি জানান, “আমার দেহরক্ষীরা কুম্ভ মেলায় ১০০ জনের প্রাণ বাঁচিয়েছে, এমনকি পুলিশেরও। তাই আমি এখানে আসতে নিরাপদ বোধ করেছি। আমাদের পরিবার বহু বছর ধরে নিরাপত্তার প্রতি গুরুত্ব দিয়েছে। আমরা দেহরক্ষী এবং অন্যান্য কর্মীদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি।”
গত রোববার বিগ বস ১৯-এর গ্র্যান্ড প্রিমিয়ার-এ সালমান খান প্রতিযোগীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এবার প্রতিযোগীদের তালিকায় রয়েছেন অশনুর কৌর, জিশান কাদরি, নাগমা মিরাজকর, আয়েশ দারবার, নেহাল চুড়াসামা, অভিষেক বাজাজ, বাসির আলি, গৌরব খান্না, নাতালিয়া জানোসেক, প্রণীত মোরে, ফারহানা ভাট, নীলম গিরি, কুনিক্কা সুদানন্দ, আমাল মালিক এবং মৃদুল তিওয়ারি। তবে ফারহানা প্রথম পর্বেই শো থেকে বিদায় নেন।
এ বছর ‘বিগ বস ১৯’-এর থিম হলো ‘ঘরওয়ালোঁ কি সরকার’, যা প্রতিযোগীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করেছে। শো প্রতিদিন রাত ৯টায় জিও হটস্টার এবং রাত সাড়ে ১০টায় কালারস টিভি-তে সম্প্রচারিত হবে।
সূত্র: এনডিটিভি
