বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে ঘিরে নির্মিত হয়েছে তিন ঘণ্টার একটি তথ্যচিত্র। তাঁর দীর্ঘ সংগীতজীবন, ব্যক্তিজীবনের নানা অজানা অধ্যায় ও গানের ভুবনকে কেন্দ্র করে তথ্যচিত্রটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’ শিরোনামের এ প্রামাণ্যচিত্রের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার বিকেলে চ্যানেল আই কার্যালয়ে। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী নিজেও।
সাবিনা ইয়াসমিন বলেন, “তথ্যচিত্রের কিছু অংশ দেখে ভীষণ ভালো লেগেছে। সিরাজ ভাই যে এত সুন্দর করে এটি নির্মাণ করেছেন, তা ভাবিনি। দর্শক-শ্রোতা এখানে নতুন এক সাবিনা ইয়াসমিনকে খুঁজে পাবেন।”
তথ্যচিত্রটিতে উঠে এসেছে তাঁর শৈশব-কৈশোর, বিশ্ববিদ্যালয় জীবন, রাজনৈতিক বাস্তবতা থেকে শুরু করে সংগীত ক্যারিয়ারের উত্থান-পতনের গল্প। দিলশাদ থেকে কীভাবে হয়ে উঠলেন বাংলা গানের কোকিল—তা তুলে ধরেছেন নির্মাতা।
তথ্যচিত্রে সাবিনা ইয়াসমিনের গাওয়া গানে ঠোঁট মেলানো নন্দিত অভিনেতা-অভিনেত্রী, সুরকার, কণ্ঠশিল্পী ও নির্মাতাদের অভিজ্ঞতা এবং স্মৃতিচারণও স্থান পেয়েছে। পাশাপাশি এ প্রজন্মের শিল্পী সোমনুর মনির কোনাল, সানিয়া সুলতানা লিজা, ইমরান মাহমুদুল, জানিতা সুলতানা ঝিলিক, রাকিবা, ঐশী ও আতিয়া আনিসা পরিবেশন করেছেন তাঁর বাছাই করা ১২টি গান। প্রতিটি গানের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও আবেগঘন প্রেক্ষাপটও জানিয়েছেন শিল্পী নিজেই।
শাইখ সিরাজ বলেন, “সাবিনা ইয়াসমিন ১৫ হাজারেরও বেশি গান গেয়েছেন। এর মধ্য থেকে ১২টি গান বেছে নেওয়া সত্যিই কঠিন ছিল। তবে এই কাজ করতে গিয়ে আমরা তাঁর জীবন ও শিল্পীসত্তাকে খুব কাছ থেকে দেখতে পেরেছি। আশা করি দর্শক নতুন অনেক কিছু জানতে পারবেন।”
তিন ঘণ্টাব্যাপী এ তথ্যচিত্রটি প্রচার হবে আগামী ৫ সেপ্টেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে, সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিনের ঠিক পরদিন।
