দীর্ঘদিন নাটকে কাজ করে কিছুটা বিরতি নিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এরপর কাজ করেছেন ওটিটিতে, সেখান থেকে পা রেখেছেন সিনেমায়। তবে এ নিয়ে অনেকের প্রশ্ন ছিল—তিনি কি নাটক কিংবা ওটিটি ছেড়ে দিচ্ছেন? সেই প্রশ্নের জবাবেই নিশো জানালেন, তিনি কোনো প্ল্যাটফর্মকে বেছে নেননি বা বাদও দেননি।
আজ সোমবার বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে তাঁর নতুন সিরিজ ‘আকা’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে নিশো বলেন—
“নাটকে দীর্ঘ সময় কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম কিছুদিন সময় নিয়ে কাজ করব। এরপর ওটিটিতে কাজ করলাম, তারপর সিনেমায় প্রমাণের চেষ্টা করলাম। তখন অনেকেই ভাবলো আমি নাটক বা ওটিটি ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি সব সময় বলেছি—একজন অভিনেতার কোনো প্ল্যাটফর্ম হয় না। ভালো গল্প আর ভালো প্রোডাকশনের সঙ্গেই আমি থাকতে চাই। ঠিক সেটাই করছি।”
আসছে ৪ সেপ্টেম্বর সিরিজটি মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ।
ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, এ কে আজাদ সেতু, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ কলাকুশলীরা।
ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের আবহে নির্মিত হয়েছে এই সিরিজ। নিশোর বিপরীতে অভিনয় করেছেন নাবিলা, যিনি ‘আয়নাবাজি’ ও সাম্প্রতিক ব্লকবাস্টার ‘তুফান’-এর মাধ্যমে আলোচিত হয়েছেন। এবার ‘আকা’য় দেখা যাবে তাঁকে এক নতুন রূপে। ফলে দর্শকরা পাবেন নিশো-নাবিলা জুটির নতুন কেমিস্ট্রি।
পরিচালক ভিকি জাহেদ বলেন—
“আকা আমার কাছে খুব ইমোশনাল এক কাজ। এর আগে আমি অনেক থ্রিলার করেছি, কিন্তু এই প্রথম একটি সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে দর্শকদের সঙ্গে এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পরই এর ফল বোঝা যাবে।”
এবারই প্রথম কোনো সিরিজে নাবিলাকে নিয়ে কাজ করলেন ভিকি জাহেদ। নাবিলা বলেন—
“ভিকি জাহেদের কাজের প্রতি আমার আগ্রহ অনেক দিনের। তিনি বলায় আমি সিরিজটিতে অভিনয় করেছি। আমার চরিত্রের মধ্যে কয়েকটি লেয়ার আছে। আশা করি দর্শকরা শুধু আমার চরিত্র নয়, পুরো গল্প ও নির্মাণ উপভোগ করবেন।”
এদিকে, সম্প্রতি প্রকাশিত ‘আকা’-এর দ্বিতীয় পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। পোস্টারে নিশোকে দেখা গেছে দুই বিপরীতধর্মী চরিত্রে—একদিকে ভয়ংকর যোদ্ধা, অন্যদিকে সাদাসিধে যুবক। এই বৈপরীত্য দর্শকের কৌতূহল আরও বাড়িয়েছে।
সিরিজটিতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম ও তাজজি হাসান।
