বলিউডে তাঁকে বলা হয় পরীক্ষামূলক চরিত্রের রানী। এক দশকের অভিনয়জীবনে তাপসী পান্নু প্রমাণ করেছেন তিনি কেবল গ্ল্যামারনির্ভর নন, বরং শক্তিশালী অভিনয় ও ভিন্নধর্মী চরিত্রের জন্যই দর্শকের কাছে আলাদা। ‘পিঙ্ক’-এ তাঁর দৃঢ় অবস্থান, ‘থাপ্পড়’-এ নারীর আত্মমর্যাদার লড়াই, ‘হাসিন দিলরুবা’-তে রহস্যময় চরিত্র কিংবা শাহরুখ খানের বিপরীতে ‘ডঙ্কি’— প্রতিটি ছবিতেই নিজেকে নতুন করে আবিষ্কার করিয়েছেন তিনি।
এবার দর্শকদের সামনে আরও নতুন রূপে হাজির হচ্ছেন তাপসী। মুদাস্সর আজিজ প্রযোজিত ও অমিত রায় পরিচালিত কমেডি সিনেমা ‘জমানা ক্যা কাহেগা’-তে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই ছবির মাধ্যমে প্রথমবার কমেডি ঘরানায় প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ছবিতে আরও থাকছেন ফারদিন খান ও অম্মি বীর্ক। তবে পুরো কাহিনির কেন্দ্রে থাকবেন তাপসীই। তাঁর চরিত্র হবে প্রাণবন্ত, বুদ্ধিদীপ্ত এবং ঘটনাপ্রবাহ এগিয়ে নেওয়ার মূল চালিকাশক্তি।
প্রযোজক মুদাস্সর আজিজ ‘হ্যাপি ভাগ জায়েগি’ ও ‘পতি পত্নী অউর ওহ’-এর মতো সিনেমায় ইতিমধ্যেই দর্শকদের হাসানোর দক্ষতা দেখিয়েছেন। এবার তিনি চান তাপসীকে সামনে রেখে গল্পটিকে নতুনভাবে উপস্থাপন করতে। ‘খেল খেল মে’ ছবির সেটে তাপসীর সঙ্গে গল্প শোনানোর সময়ই তিনি বুঝতে পারেন, এই চরিত্রের জন্য সঠিক মুখ একমাত্র তাপসীই। সেই মুহূর্তেই তাপসী রাজি হয়ে যান সিনেমাটিতে কাজ করতে।
অন্যদিকে, চিত্রগ্রাহক হিসেবে ‘ডঙ্কি’, ‘অ্যানিমাল’ ও ‘দেবা’র মতো ছবিতে কাজ করা অমিত রায়ের পরিচালনায় এটাই প্রথম সিনেমা।
‘জমানা ক্যা কাহেগা’–র শুটিং হবে ভারত ও যুক্তরাজ্যে। ইতোমধ্যেই লোকেশন রেকি সম্পন্ন হয়েছে। আসছে সেপ্টেম্বরে শুটিং শুরু হবে, আর সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি।

hi there