বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিআইডির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে; সহযোগিতা করে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেফতারের পর রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
গ্রেফতারের সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তৌহিদ আফ্রিদিকে বলতে শোনা যায়— “আমি পালব না কোরআনের কসম। আমি ওমরা হজ করছি। আমি শুধু আমার স্ত্রীকে নিয়ে ভয় পাচ্ছি, সে ছয় মাসের অন্তঃসত্ত্বা।”
ওই সময় তাকে জিজ্ঞেস করা হলে এটি ভাড়া বাসা কিনা, তিনি জানান— এটি তার চাচার বাড়ি, যা দাদার নিজস্ব বাসা। বাবার কারাবন্দি অবস্থায় দাদার কবর জিয়ারত করতে সেখানে গিয়েছিলেন তিনি।
বরিশাল কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, “ঢাকার সিআইডির একটি দল তাকে গ্রেফতার করেছে। আমাদের সদস্যরা সহায়তা করেছে।”
সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন জানান, জুলাই মাসে রাজধানীতে সংঘটিত অভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, একই মামলায় গত ১৭ আগস্ট রাজধানীর বনানী থেকে তৌহিদের বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
