কিছুদিন আগে চলচ্চিত্র ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন চিত্রনায়িকা বর্ষা। এবার একই সিদ্ধান্ত নিলেন তার স্বামী, চিত্রনায়ক অনন্ত জলিল। প্রধান কারণ, তাদের দুই ছেলে।
এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, “হাতে যে কয়টা কাজ আছে, সেগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব। আমাদের দুই ছেলে মাদ্রাসায় পড়ছে, ইসলামিক ও সাধারণ শিক্ষায় ব্যস্ত। বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, আর মাকে যদি তারা সিনেমায় অভিনয় করতে দেখলে ভালো লাগবে না।”
তিনি আরও জানিয়েছেন, তার বড় ছেলে ৮ পারা কোরআনে হাফেজ এবং ছোট ছেলে কোরআন রিডিং শেষ করেছে। তাদের পড়াশোনার জন্য মদিনায় শিক্ষার পরিকল্পনা রয়েছে। অনন্ত বলেন, “আমরা চাইছিই, ছেলেরা ইসলামিক শিক্ষায় অভ্যস্ত হোক। তাই তাদের পড়াশোনা ও ধর্মীয় শিক্ষার সঙ্গে সমন্বয় রাখতেই সিনেমা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
অনন্ত-বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার কাজ প্রায় শেষ। ছবিটি শিগগিরই মুক্তির জন্য প্রস্তুত।
