কক্সবাজার সফরের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাংস্কৃতিক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন এবং আপাতত আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
শনিবার দিবাগত রাত ২টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিশা লিখেন, “কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ফারুকী। পরে দ্রুত তাকে ঢাকায় আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণেই তিনি অসুস্থ হয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।”
এর আগে শুক্রবার বিকেলে চার দিনের সফরে কক্সবাজারে পৌঁছান ফারুকী। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সফর সংক্ষিপ্ত করে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, ফারুকীর উপস্থিতিতে সংস্কৃতি হাব ও জুলাই স্মৃতিস্তম্ভ সংক্রান্ত কয়েকটি কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে উপদেষ্টা অসুস্থ হয়ে পড়ায় অবশিষ্ট সব কর্মসূচি বাতিল করা হয়েছে।
স্থানীয় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয় বলে জেলা প্রশাসন জানায়।
ফারুকীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited