টানা ৯ বছর পর আবারও একই ছবিতে জুটি বাঁধলেন টলিউডের দুই জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর তাদের এই কামব্যাক ছবি ‘ধুমকেতু’ মুক্তি পেতে চলেছে এই ১৪ আগস্ট। মুক্তির আগেই ছবিটি নিয়ে তৈরি হয়েছে উত্তেজনার ঝড়— দর্শকের মনেও, এবং ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জনেও!
একটা সময় ছিল যখন দেব-শুভশ্রীর রসায়ন শুধু পর্দাতেই নয়, পর্দার বাইরেও চর্চার কেন্দ্রবিন্দু ছিল। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’— একটার পর একটা হিট ছবি উপহার দিয়েছিলেন তারা। কিন্তু ২০১৫-র পর হঠাৎ করেই ভেঙে যায় সেই গাঁটছড়া— পর্দার ও বাস্তব জীবনের। তারপর থেকে দুজনের পথ আলাদা। ব্যক্তিগত জীবনে তাদের দুজনেরই হয়েছে নতুন অধ্যায়।
টলিউড সূত্রে শোনা যাচ্ছে, এই ছবি নাকি বহু বছর আগে শুরু হয়েছিল, কিন্তু নানা কারণে আটকে যায়। সেই জমে থাকা ছবি অবশেষে নতুন করে সম্পাদিত ও উপস্থাপিত হয়ে আসছে প্রেক্ষাগৃহে। দেব নিজেও জানিয়েছেন, “এই ছবি আমার কাছে স্পেশাল, কারণ সময়ের থেকেও সম্পর্ক এখানে বড় হয়ে উঠেছে।”