ডেস্ক নিউজ ঃ
দাম্পত্যের পাঁচ বছর পর মার্কিন পপতারকা জাস্টিন বিবার ও মডেল হেইলির সংসারে আসছে নতুন অতিথি। ২০১৮ সালে মডেল হেইলিকে বিয়ে করেন জাস্টিন। যদিও এত দিন খবরটি গোপনেই রেখেছিলেন তারকা দম্পতি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দি ইউএস সান এর খবর অনুযায়ী, জাস্টিন বিবার বাবা হতে চলেছেন। যদিও জাস্টিন বা হেইলির কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে আলোকচিত্রীদের চোখ এড়িয়ে যাওয়া কঠিন।
সম্প্রতি কালো ক্রপ টপ ও প্যান্ট পরে জাস্টিনের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন হেইলি। স্বাভাবিকভাবে নজর কেড়ে নেয় তার স্ফীতোদর। যদিও অনুষ্ঠান শেষে বেরোনোর সময় স্ত্রীকে আড়াল করার চেষ্টা করেন গায়ক। তবে তার আগেই ছড়িয়ে পড়ে ছবি।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন জাস্টিন। অবশেষে তার সেই ইচ্ছপূরণ হতে চলেছে। ২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন এবং সেলেনা গোমেজের। ২০১৮ সালে হেইলিকে বিয়ে করেন জাস্টিন।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited