শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।
রোববার (৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার (প্রশাসন) মো. ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
Source:
NRD NEWS
Via:
NRD TV










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited