-
অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার কমিটি গঠন করা হয়েছে।
- ৬ই এপ্রিল, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে কমিটি গঠন করা হয়। কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলেন সকল অনুষদের ডিন, পরবর্তী ডিন, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার এবং ট্রেজারার। উপাচার্যের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না, এ বিষয়ে রেজিস্ট্রার বলতে পারবেন। রেজিস্ট্রার এর কাছে জানতে চাইলে তিনি জানান অল্প সময়ের মধ্যে কমিটি গঠন করে জানিয়ে দেওয়া হবে।
- সভায় সিদ্ধান্ত গ্রহণকালে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আব্দুল কাদের গুচ্ছ থেকে বের হওয়ার বিপক্ষে কথা বলেন এবং গুচ্ছে থাকার পক্ষে টেবিলের উপর চাপড়িয়ে জোড়ালো দাবি জানাতে থাকেন। এসময় তিনি অন্যান্য শিক্ষকদের তোপের মুখে পড়েন। পরোক্ষণে তিনি নিজেকে সংবরণ করেন এবং নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited