বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রেষণে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে থাকা বেপজা দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলো (ইপিজেড) পরিচালনা করে। সংস্থাটির মূল লক্ষ্য হলো বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
