বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও এইচএসবিসি বাংলাদেশ সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসা উন্নয়ন অফিস (বিডিও) স্থাপন করা হবে।
বিডিওর মাধ্যমে স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারীরা আধুনিক ব্যাংকিং, ট্রেড ফাইন্যান্স ও নগদ ব্যবস্থাপনা সেবা পাবেন। এছাড়া আন্তঃসীমান্ত লেনদেন সহজ ও নিরাপদ হবে। বর্তমানে দেশের বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ছয়টি বিডিও রয়েছে। নতুন এই অফিসটি বিশ্বব্যাপী এইচএসবিসির নেটওয়ার্ক ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য সুরক্ষায় সহায়তা করবে।
চুক্তিতে বেপজার সদস্য (বিনিয়োগ প্রচার) মো. আশরাফুল কবির এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা দেবেশ মাথুর স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজা ও এইচএসবিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেপজার আশরাফুল কবির বলেন, এইচএসবিসির বিডিও চালুর মাধ্যমে বিনিয়োগকারীরা আরও কার্যকর সেবা পাবেন এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। দেবেশ মাথুর জানান, মিরসরাইয়ে বিডিও চালু বাংলাদেশের প্রতি এইচএসবিসির অঙ্গীকারের প্রতিফলন। আর এইচএসবিসির গ্লোবাল ট্রেড সলিউশনস প্রধান আহমেদ রবিউল হাসান বলেন, রপ্তানি খাতকে শক্তিশালী করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
