বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৩৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী, যাকে ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) বলা হয়, সেই হিসাবে দেশের রিজার্ভের পরিমাণ ২৬.৪০ বিলিয়ন ডলার।
এই মুহূর্তে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য রিজার্ভের এই পরিমাণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
