নেত্রকোনা প্রতিনিধি:
বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস), কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় কেন্দুয়া পৌরসভার চিরাং মোড়ে নিউ সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
বিসিডিএস, কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান বাঙালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল-মামুন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার ওষুধ প্রশাসন এর তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন বিসিডিএস নেত্রকোণা জেলা শাখার সভাপতি আব্দুর রউফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. কাইয়ুম খান (উত্থান), সহ-সভাপতি ফরহাদ আহমেদ, সহ-সভাপতি সনজিৎ কুমার সাহা রায় (রিন্টু),সন্মানিত সদস্য প্রণব রায় রাজু, কেন্দুয়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল ওয়াহাব, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মো. মোজাম্মেল হক কাজল বাঙালী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সবুজ, সদস্য আবুল মনসুর, জিন্টু খান ও মো. কামরুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা ওষুধ বিক্রির ক্ষেত্রে সরকারের প্রচলিত আইন ও বিধিনিষেধ মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited