নেত্রকোনা প্রতিনিধি: বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও কর্মকর্তা-কর্মচারীদের করণীয় নির্ধারণে নেত্রকোনায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে নেত্রকোনা পৌর শহরের গজীনপুর এলাকায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি) অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ফাতেহ্ খানের সভাপতিত্বে এবং কৃষি ব্যাংকের কর্মকর্তা মো. ঝিনুক মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-১ মো. আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋণ আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন রাজিব।
সভায় বক্তারা বলেন, কৃষি ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সেবা মানোন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা কৃষি ও গ্রামীণ অর্থনীতির অগ্রগতিতে কৃষি ব্যাংকের ভূমিকাকে আরও শক্তিশালী করতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।