ময়মনসিংহ শহরের নিরালা গেস্টহাউস নামক আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া তরুণীর লাশের পরিচয় বের করা যায়নি। হোটেলের নিবন্ধন খাতায় দেওয়া ঠিকানা ভুল বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ শহরের বড় বাজার এলাকায় নিরালা গেস্টহাউসের একটি কক্ষের বাথরুম থেকে অজ্ঞতনামা এক তরুণীর (২০) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের মালিক মো. মূসাকে আটক করা হয়েছে।
আজ সকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, ১৪ মার্চ স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এক যুবক ও এক তরুণী ঐ হোটেলে ওঠেন। হোটেলের নিবন্ধন খাতায় দেওয়া ঠিকানা যাচাই-বাছাই করে নিহত হওয়া তরুণীর পরিচয় শনাক্ত করা যায় নি। ঐ নাম-ঠিকানা সঠিক নয়। তরুণীকে হত্যা করে ওই যুবক পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ । পুলিশ তদন্ত করছে।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited