সাভারে কোনো ইটভাটা চালু না রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের লক্ষ্যে আগামী মৌসুমে সাভার উপজেলায় কোনো ইটভাটা চালু করা যাবে না। আইন অমান্য করলে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে নিয়ে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, উন্মুক্তভাবে ময়লা পোড়ানো, অবৈধ সীসা-ভাট্টি পরিচালনা কিংবা টায়ার পুড়িয়ে তেল তৈরির অবৈধ পাইরোলাইসিস কারখানা বন্ধে প্রয়োজনে রাতের বেলাতেও অভিযান চালানো হবে। নির্মাণ সামগ্রী খোলা জায়গায় রাখা বা পরিবহন করলে জরিমানার পাশাপাশি মালামালও জব্দ করা হবে।
গণ-সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, বায়ুদূষণ রোধে জনগণকে সম্পৃক্ত করতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ঘোষিত এয়ারশেড বাস্তবায়ন সম্ভব হবে এবং সুস্থ জীবনের জন্য ক্ষতিগ্রস্ত আয়ুষ্কাল পুনরুদ্ধার করা যাবে।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। এছাড়া ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited