‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকার নিয়ে নাটোরের লালপুর উপজেলায় বিএনপি দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছে। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চলমান সাতদিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে গতকাল (শুক্রবার) এ কার্যক্রম হয় ঈশ্বরদী, দুড়দুড়িয়া ও বিলমাড়িয়া ইউনিয়নে।
কর্মসূচির প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপি মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য এবং দলের চেয়ারপার্সনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ফারজানা শারমিন পুতুল।
দিনব্যাপী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয় ঈশ্বরদী ইউনিয়নের ভাদুর বটতলা, এয়ারপোর্ট মোড়, বিদিক মোড়; দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া বাজার, দুড়দুড়িয়া বাজার, পালপাড়া, নওপাড়া বাজার; এবং বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর, নাগশোশা, বিলমাড়িয়া বাজার, মকছেদ মোড়, মহরকয়া পশ্চিমপাড়া ও মহরকয়া বাজারে।
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। দলটির মিডিয়া সেলের তথ্যমতে, গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ কর্মসূচিতে জনসাধারণের ব্যাপক সাড়া মিলছে।
