ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীর ডাঙ্গার ওঁরাও পাড়ায় অনুষ্ঠিত হলো ওঁরাও সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কারাম পূজা ও সামাজিক উৎসব। ঢাক-ঢোল, খোল, নৃত্য ও গানসহ নানান সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বুধবার রাতভর ও বৃহস্পতিবার দিনব্যাপী চলে এই মিলনমেলা।
কারাম একটি গাছের নাম, যা ওঁরাও জাতিগোষ্ঠীর কাছে পবিত্রতা ও মঙ্গলের প্রতীক হিসেবে বিবেচিত। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই উৎসব প্রতিবছর বাংলা মাসের পহেলা আশ্বিন থেকে ৩ আশ্বিন পর্যন্ত পালন করা হয়।
উৎসব উপভোগ করতে স্থানীয় জনগণ ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী এবং জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আনন্দঘন পরিবেশে নিজেদের অনুভূতি ভাগ করে নেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐতিহ্যবাহী এই উৎসবের ধারাবাহিকতা রক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
