রংপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন সাবেক ইউপি চেয়ারম্যান এবং অপর তিনজন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর আইডিয়াল মোড় জনতা ক্লিনিকের সামনে থেকে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় মিঠাপুকুর উপজেলার ৮ নম্বর চেংমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য রেজাউল কবির ওরফে টুটুলকে গ্রেপ্তার করা হয়। তিনি জালাদীপুর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা এবং আব্দুল ফাত্তাহের ছেলে। তার নামে তাজহাট থানায় মামলা রয়েছে।
এদিকে অপরাধ দমনে বিশেষ অভিযানে আরও তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। তাঁরা হলেন, মহানগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনসীর সহকারী লাবলু মিয়া, পীরগঞ্জ থানা যুবলীগের সদস্য সাগর মিয়া (২৮), নগরীর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কমল চন্দ্র রায় (৬০)।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “বর্তমানে রংপুর নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অপরাধ দমনে বিভিন্ন স্থানে চেকপোস্ট, মাদকবিরোধী অভিযান ও পলাতক আসামি গ্রেপ্তারের কাজ অব্যাহত রয়েছে।”
