নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা চলছে—এমন অভিযোগে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭–৮ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহানেওয়াজ।
থানায় দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের মৌগাতী গ্রামে ৬৪ শতক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন কুতুব আলী, হারুন অর রশিদ, মো. হৃদয় মিয়া ও মো. রাজুসহ কয়েকজন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিসি বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। বর্তমানে এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ৩০ আগস্ট আসামিরা আদালত কর্তৃক জারিকৃত ১৪৫ ধারা ভঙ্গ করে পুনরায় জমি দখলের চেষ্টা চালায় এবং এ সময় মোহাম্মদ আলীকে লাঞ্ছিত করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন,
“প্রায় ৩০–৩৫ বছর আগে আমি জমিটি ক্রয় করে সাফকাউলা দলিল করি এবং তখন থেকেই ভোগদখল করছি। সম্প্রতি পাশ্ববর্তী গ্রামের কিছু ভূমিদস্যু প্রকৃতির লোকজন আমার জমি দখলের চেষ্টা চালাচ্ছে এবং আমাকে হুমকি দিচ্ছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সরকার ও প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচারের দাবি জানাই।”
অভিযুক্ত কুতুব আলী দাবি করেন,
“এই জমি আমাদের বাবার ক্রয়কৃত সম্পত্তি এবং আমাদের নামে বিআরএস খতিয়ান রয়েছে। শুনেছি, আমার চাচা নাকি মোহাম্মদ আলীর কাছে বিক্রি করে দিয়েছে। প্রশ্ন হলো, আমার বাবার জমি আমার চাচা কিভাবে বিক্রি করে? আমরাও প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায্য বিচারের দাবি জানাই।”
অভিযোগের বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহানেওয়াজ বলেন,
“আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
