নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি বাড়িতে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে। ঘটনায় মানব চৌধুরী (৪০), তাঁর স্ত্রী বাচা চৌধুরী (৩৮) ও তাদের তিন কন্যা—মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)—সহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হন।
পড়শিরা বিকট বিস্ফোরণের শব্দে চিৎকার শুনে এগিয়ে এসে আগুন নিভিয়ে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, মানব চৌধুরীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। বাচা চৌধুরীর ৪৫ শতাংশ, এবং শিশুদের শরীরের যথাক্রমে ৩৬, ২৮ ও ২২ শতাংশ পুড়েছে।
প্রতিবেশী সবিনয় চন্দ্র দাস বলেন, ভোরে বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। পরিবারের কান্না শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করেছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক মো. রাশেদুল হাসান খান বলেন, গ্যাস লিকেজের ঘটনা সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীনও জানান, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং তাদের কাছে আগুন লাগার কোনও তথ্য পৌঁছায়নি।
