সিলেটের সদর উপজেলায় একটি ক্রাশার মিলে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার ঘনফুট অবৈধ পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে ধোপাগুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় ও র্যাব-৯ এর সহায়তায় পরিচালিত এই অভিযানে পাথরগুলো অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে, পাথরগুলো কোম্পানীগঞ্জের সাদাপাথর কোয়ারি থেকে অবৈধভাবে উত্তোলন করা হয়েছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ জানান, অবৈধভাবে মজুদ করা পাথরের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, “জব্দকৃত পাথরগুলোর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এই ঘটনায় অবৈধভাবে পাথর উত্তোলন ও মজুদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা দিয়েছে।
