চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট ৫ হাজার ১৯টি টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি ২ হাজার ১০১ এবং রফতানি ২ হাজার ৯১৮ টিইইউএস। এটি এখন পর্যন্ত বন্দরের সর্বোচ্চ একদিনের হ্যান্ডলিং রেকর্ড।
গত ৭ জুলাই থেকে এনসিটি–২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের দায়িত্ব নেওয়ার পর থেকেই সিডিডিএল কনটেইনার হ্যান্ডলিংয়ে গতি বাড়িয়েছে। আগস্ট মাসের ১ থেকে ২৮ তারিখ পর্যন্ত এনসিটির চার বার্থে মোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে—প্রতিদিন গড়ে ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।
বন্দর সূত্রে জানা যায়, সিডিডিএল দায়িত্ব নেওয়ার প্রথম দেড় মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। এতে পুরো বন্দরের কার্যক্রমে গতিশীলতা এসেছে। ২০২০ থেকে ২০২৫ সালের তুলনামূলক পর্যালোচনাতেও দেখা যায়, এনসিটির কার্যক্রমের উন্নতির কারণে বন্দরের সামগ্রিক প্রবৃদ্ধি বেড়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ।
চট্টগ্রাম ড্রাই ডকের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মো. বেনজির মাহমুদ বলেন, “রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং আমাদের টিমওয়ার্ক ও সুষ্ঠু ব্যবস্থাপনার ফল। এর ধারাবাহিকতা দেশের আমদানি-রফতানি কার্যক্রমকে গতিশীল করবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
তিনি আরও জানান, জাহাজ পয়েন্ট থেকে গেট পর্যন্ত প্রতিটি ধাপে দক্ষতা নিশ্চিত করার ফলে হ্যান্ডলিংয়ের জটিলতা কমেছে। সিডিডিএলের এ কার্যকর ভূমিকা শুধু জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করবে না, বরং বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও বাড়াবে।
