ডেস্ক রিপোর্ট :
সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নবম তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অপারেশনের ভয়ে লাফ দিয়েছেন। নিহতের নাম ফয়েজ আহমদ (৩০), তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
ঘটনাটি ঘটে রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে। হাসপাতালের নবম তলার সিঁড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন ফয়েজ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আইসিউতে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে মূত্রথলি ও মূত্রনালীর সমস্যায় ভুগছিলেন ফয়েজ আহমদ। এ কারণে তিনি হাসপাতালে ভর্তি হন। সোমবার (২৫ আগস্ট) তার অস্ত্রোপচারের দিন নির্ধারিত ছিল।
পুলিশ জানায় হয়তো অপারেশনের ভয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাই হয়তো ভয়ে লাফ দিয়েছে।
